হামজা-শমিতদের পর বাফুফের ট্রায়ালে ৪৩ প্রবাসী ফুটবলার

কেউ সেলফিতে ব্যস্ত, কেউ ভিডিও করছেন স্টেডিয়ামের—সব মিলিয়ে গতকাল শুক্রবার বিকেলে এক উৎসবমুখর পরিবেশে মুখর ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। হামজা-জামাল-শমিতদের হাত ধরে দেশের ফুটবলে অবদান রাখতে বিদেশ-বিভুঁই থেকে স্বপ্ন নিয়ে দেশে এসেছেন ৪৩ প্রবাসী ফুটবলার। লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে ট্রায়ালে যোগ দিতে আরো পাঁচজন আছেন ঢাকার পথে।
সব মিলিয়ে ৪৮ জন অংশ নিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজিত তিন দিনের ট্রায়ালে, যা শুরু হচ্ছে আজ শনিবার (২৮ জুন) থেকে।
শনি, রবি ও সোমবার—এই তিন দিন সকাল ও বিকাল দুই ভাগে ট্রায়াল চলবে। বয়সভিত্তিক দুই গ্রুপে ভাগ করে নেওয়া হয়েছে ফুটবলারদের—অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩।
শুক্রবার বিকেলে ফুটবলারদের ওরিয়েন্টেশন ও রেজিস্ট্রেশনের সময় বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘চূড়ান্তভাবে ৪৮ জন ট্রায়ালে অংশ নিচ্ছেন। এদের মধ্যে ৪৩ জন ঢাকায় পৌঁছেছেন।
বাকি পাঁচজন দোহা হয়ে ঢাকার পথে। আগামীকাল থেকে শুরু হচ্ছে মাঠের লড়াই। তিন দিনের ট্রায়ালে কী কী হবে, তা তাদের জানিয়ে দেওয়া হয়েছে।’ ফাহাদ করিম আরো জানান, ‘তাদের অনেকের বাবা-মায়ের সঙ্গেও আমাদের সহকর্মীরা কথা বলেছেন।
নিজেদের খরচে ছেলে পাঠানোর জন্য পরিবারগুলোকে ধন্যবাদ জানানো হয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের প্রতি তারা আস্থা রেখেছেন, এ জন্য কৃতজ্ঞতা জানাই।’
ট্রায়ালের আয়োজনে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ডেনমার্কপ্রবাসী সাকিব মাহমুদ, জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার বন্ধু হিসেবে পরিচিত তিনি। ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইতালি—বিভিন্ন দেশ থেকে আগত অধিকাংশ ফুটবলারই এসেছেন সাকিবের উদ্যোগে। কেউ কেউ আবার সরাসরি বাফুফের সঙ্গে যোগাযোগ করেই ট্রায়ালে অংশ নিচ্ছেন।
তবে শুরুতে ৫২ জনের কথা থাকলেও সেই সংখ্যা কমে ৪৮-এ নেমে এসেছে। কেন? সেই প্রশ্নের জবাবও দিয়েছেন সাকিব, ‘দুজন খেলোয়াড় সম্প্রতি ইনজুরিতে পড়েছেন। মধ্যপ্রাচ্যে ফ্লাইট সংকটে একজনের যাত্রা পেছাতে হয়েছে। ফ্লাইট বন্ধ থাকায় আটকে ছিলেন পাঁচজন। তারা এখন দোহা থেকে ঢাকায় আসছেন।’
তবে ট্রায়াল মানেই জাতীয় দলে সুযোগ—তা নয়। বাফুফে সহ-সভাপতি স্পষ্ট জানিয়ে দেন, ট্রায়ালে ভালো করলেই কেউ সরাসরি দলে ঢুকবেন তা না। ফুটবলারদের তথ্য ও ভিডিও আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টে থাকবে। জাতীয় দলের কোচদের যখন প্রয়োজন হবে, তখন সেই তথ্য অনুযায়ী তাদের ডাকা হবে, বলেন ফাহাদ করিম।
তিন দিনের এই ট্রায়াল তাই অনিশ্চিত ভবিষ্যতের এক জানালা। তবে সেই জানালায় উঁকি দিয়েই প্রবাসী তরুণদের চোখে লেগে আছে একটাই স্বপ্ন—বাংলাদেশের হয়ে মাঠে নামা।