ইউক্রেন যুদ্ধ বন্ধে সত্যিকারের আগ্রহ দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
শুক্রবার (২৭ জুন) বেলারুশের রাজধানী মিনস্কে সফরের সময় এ কথা জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘অত্যন্ত আন্তরিক’ ব্যক্তি বলে অভিহিত করে পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সত্যিকারের প্রচেষ্টা রয়েছে।
তিনি জানান, আরও ৩ হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তরের জন্য প্রস্তুত রাশিয়া। সম্প্রতি বন্দি বিনিময়ের পর কিয়েভ ও মস্কোর মধ্যে যোগাযোগ এখনও অব্যাহত আছে বলেও জানান তিনি।
পুতিনের ভাষ্য, ন্যাটোর বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত একটি আগ্রাসী পদক্ষেপ। এটি সম্পূর্ণ ভুয়া রাশিয়ান আগ্রাসনের ধারণার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। বাস্তবে এমন কোনো রাশিয়ান আগ্রাসন নেই।
তিনি আরও জানান, ইউক্রেনের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে মস্কো প্রস্তুত এবং এরই মধ্যে দুই দেশের মধ্যে হওয়া পূর্ববর্তী দুটি স্মারকলিপি পুনর্বিবেচনার প্রস্তাবও দিয়েছে রাশিয়া। পুতিন বলেন, আমরা কিয়েভের সঙ্গে মতপার্থক্য কমিয়ে আনতে কাজ করছি।