হবিগঞ্জ সীমান্তে মদসহ ভারতীয় যুবক আটক
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় রুপি ও মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ জুন) উপজেলার মঙ্গলীয়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মিটন দাস (২৪)। তিনি ভারতের আসাম প্রদেশের শিলচর টাউনের কাছার এলাকার বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৯৫২/২৬ এস এলাকা থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তর থেকে ভারতীয় যুবক মিটন দাসকে আটক করা হয়েছে। এ সময় তাকে তল্লাশি করে ১ হাজার ৫৯৩ ভারতীয় রুপি, ১ হাজার ৯৫০ বাংলাদেশি টাকা, এক বোতল ভারতীয় মদ, একটি মোবাইল ফোন, আধার কার্ড, প্যান কার্ড, আইডি কার্ড, দুটি হাতঘড়ি, একটি ইয়ারবাড, মানিব্যাগ, মোবাইল চার্জার ও কাঁধব্যাগ জব্দ করা হয়। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ায় চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
ভারতীয় যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম।
তিনি জানান, আটক ভারতীয় যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।





