হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে আরএফএল’র বাইসাইকেল ফ্যাক্টরীর শ্রমিক মো. সোহাগ আহমেদ (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।
সোমবার (২৩ জুন) দিবাগত মধ্যরাতে এসব তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ।
তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নুর আলির ছেলে।
ওসি দীলিপ কান্ত নাথ বলেন, রোববার দিবাগত রাত প্রায় ৯টা ১৫ মিনিটে ফ্যাক্টরিতে কাজ করার সময় সোহাগ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নেওয়া হয় প্রাণ-আরএফএল কোম্পানির নিজস্ব সান্ হেলথ কেয়ার হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নিয়ে যায় হয়। সেখানে রাত প্রায় ১০টা ১৫মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সংক্রান্ত থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।





