সিলেট জাল প্রবেশ পত্রে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন এক শিক্ষার্থী
সিলেট সরকারি কলেজে জাল প্রবেশ পত্রে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন এক শিক্ষার্থী।
আজ পরীক্ষা শুরুর দিনে দুই জনের একই প্রবেশ পত্র হওয়ায় বিষয়টি নিয়ে বিপাকে পড়েন কেন্দ্র কতৃপক্ষ।
যাচাই-বাছাইয়ে জানা যায় একজন শিক্ষার্থীর প্রবেশপত্র অরিজিনাল। অন্যজন জালিয়াতি করে তৈরি করা প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে গেছেন। এজন্য তাকে আটকে রাখা হয়েছে।
শিক্ষাবোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, তাহমিনা আক্তার নামের একজন শিক্ষার্থী জালিয়াতির মাধ্যমে প্রবেশ পত্র তৈরি করে পরীক্ষা দিতে গেছেন। তাকে আটকে রেখেছে কেন্দ্র কতৃপক্ষ। বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, এই মেয়েটি দালালদের খপ্পরে পড়েছে। মেয়েটি জানিয়েছে, পরীক্ষার বিলম্ব ফি নিয়ে তার ভাই অন্য আরেক জনের সাহায্যে ফরম ফিলাপ করেছে। কিন্তু দালাল চক্র বোর্ডে টাকা জমা না দিয়ে কম্পিউটারে ফটোশপের মাধ্যমে এডমিট কার্ড তৈরি করে দিয়েছে। যা তার জানা ছিল না।





