মৌলভীবাজারে বিদেশি সিগারেট জব্দ, আটক ২
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) সকালে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের পপুলার মেডিকেল সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পাকুরিয়া গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে আব্দুল হাই (৪০), একই থানার লক্ষীপুর গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে জামাল মিয়া (৩৯)।
অভিযানে এক লাখ সাতাত্তর হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। একইসঙ্গে চোরাকারবারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও (ঢাকা মেট্রো-ন-১৮-৩৭৩৬) জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, মৌলভীবাজার থেকে একটি কালো রঙের পিকআপ ভ্যান চোরাচালানকৃত বিদেশি সিগারেট নিয়ে শ্রীমঙ্গলে প্রবেশ করার সময় চেকপোস্টের পাশে পুলিশ গাড়ি থামানোর সংকেত দিলে দুই ব্যক্তি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। এরপর পুলিশ তাদের ধাওয়া করে আটক করে এবং একটি পিকভ্যান জব্দ করে।
এরপর পিকআপ ভ্যান তল্লাশি করে ১৭টি কার্টুন ও একটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ৫০ বান্ডিলসহ সর্বমোট ১ লাখ ৭৭ হাজার শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ তিন হাজার টাকা।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
ওসি আমিনুল ইসলাম জানান, আটককৃতরা চোরাচালানের মাধ্যমে বিদেশি সিগারেট বাংলাদেশে এনে বাজারজাত করছিল। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।





