টাঙ্গুয়ার হাওরে গাঁজা সেবন করায় ৫ পর্যটক আটক
গাঁজা সেবন করায় টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসা পাঁচ পর্যটক আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার টাঙ্গুয়ার হাওর তীরবর্তী মধ্যনহর থানা সদর বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- শেরপুর জেলার নালিতা বাড়ি উপজেলার হারুন রশীদের ছেলে তাহসিন আহমেদ, ময়মনসিংহ চরপাড়া রোডের বাসিন্দা এনায়েত কবিরের ছেলে ইশাক আহমেদ শান্ত, বাউন্ডারি রোডের বাসিন্দা আবুল কালামের ছেলে আনাফ রাজিন, আউটডার স্টেডিয়াম রোডের বাসিন্দা ইমসাইল হোসেনের ছেলে নাসির হোসাইন, সানকি পাড়ার নছর আলীর ছেলে আহমেদ মাহফুজ।
বৃহস্পতিবার মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জল রায় জানান, বুধবার সকালে গাঁজা সেবন করে নিজেদের ভারসাম্য হারিয়ে ফেললে মধ্যনগর বাজারের বিভিন্ন ব্যবসায়ী, পথচারীদের সাথে উশৃঙ্খল আচরণ করেন টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসা ওই পাঁচ পর্যটক।
বাজারের ব্যবসায়ী ও পথচারীরা উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করলে ভ্রাম্যমান আদালত নেশাগ্রস্ত অবস্থায় ওই পর্যটকদের আটক করেন। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমান আদালতের নিকট অপরাধ স্বীকার করলে আটক পর্যটকদের প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড রায় প্রদান করা হয়।
মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানান, মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল রায় ভ্রাম্যমান আদালতের বিচারক হিসাবে রায় ঘোষণার পর বুধবার বিকেলেই দণ্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠনো হয়।





