রাসুল (সা.) সকাল-সন্ধ্যা যে দোয়া পড়তেন
রাসুল (সা.) সকাল-সন্ধ্যা বিভিন্ন দোয়া পড়তেন। এরমধ্যে কিছু দোয়া এমন রয়েছে যা তিনি কখনো ছাড়তেন না। বরং নিয়মিত পড়তেন। এরমধ্যে উল্লেখযোগ্য একটি দোয়া হলো-
عَنْ ابْنَ عُمَرَ يَقُولُ: لَمْ يَكُنْ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَدَعُ هَؤُلاَءِ الْكَلِمَاتِ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَى: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ. اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ، وَأَهْلِي وَمَالِي. اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي. اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ مِنْ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي.
ইবনে উমর (রা.) বলেছেন, রাসুল (সা.) সকালে ও সন্ধ্যায় কখনো এই দোয়া পড়া ছাড়তেন না।
(দোয়াটি হলো) ‘হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করি। হে আল্লাহ, আমি আপনার কাছে আমার দ্বিন, আমার দুনিয়া, আমার পরিবার ও আমার সম্পদের নিরাপত্তা প্রার্থনা করি। হে আল্লাহ, আমার গোপন বিষয় গোপন রাখুন এবং আমার ভয়কে নিরাপত্তায় পরিণত করুন। হে আল্লাহ, আমাকে হেফাজত করুন আমার সামনে, পেছনে, ডান দিক, বাম দিক থেকে এবং আমার ওপরের দিক থেকে।
আমি আপনার মহত্বের উসিলায় আমার নিচের দিক থেকে আমাকে ধ্বসিয়ে দেওয়া থেকে আশ্রয় প্রার্থনা করি।’ (আবু দাউদ, হাদিস : ৫০৭৪)





