হবিগঞ্জে গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৯:৪০:২১,অপরাহ্ন ২৩ মে ২০২৫ | সংবাদটি ২৮ বার পঠিত
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলগেট এলাকা থেকে ৭০ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২৩ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়লাডাঙ্গা গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে মো. রাসেল (২৬), পাকাটুলা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. বাবু হোসেন (২৫)।
এর আগে, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল অলিপুর রেলগেটের সামনে থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭০ কেজি গাঁজাসহ ওই দুইজনকে গ্রেফতার করে। পরে মামলা দিয়ে তাদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।





