পাকিস্তানিকে গুলি করে হত্যা করল ভারতীয় বাহিনী

অনুপ্রবেশের চেষ্টাকারী সন্দেহে সীমান্তের কাছে এক পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে এগিয়ে আসছিলেন এবং সতর্ক করার পরও থামেননি।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানাসকাঁঠা জেলায় আন্তর্জাতিক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
বিএসএফ বলছে, বারবার সতর্ক করার পরও সীমান্তের কাছাকাছি ভারতের দিকে এগোতে থাকে ওই ব্যক্তি। একটা পর্যায়ে গুলি করতে বাধ্য হয় তারা।
নিহত পাকিস্তানির পরিচয় বা তার সীমান্তে অগ্রসরের চেষ্টার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি বিএসএফ। এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকেও কোনো জবাব পাওয়া যায়নি।
এমন এক সময়ে এই গুলির ঘটনা ঘটেলো, যখন জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে ভারত ও পাকিস্তান মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এর আগে, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তীব্র সংঘর্ষে গত ২২ মে একজন ভারতীয় সেনা নিহত হন। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক বিবৃতিতে জানায়, গোলাগুলিতে ওই সেনাসদস্য গুরুতর আহত হন এবং সব ধরনের চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তিনি মারা যান।