গোয়াইনঘাটে ট্রাক্টর উল্টে প্রাণ গেল কৃষকের
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নিজের ট্রাক্টর দিয়ে জমি হাল চাষের সময় ট্রাক্টর উল্টে আব্দুল মালিক (৩৫) এক কৃষক মৃত্যুবরণ করেছেনে।
সে উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের গুরুকচি(দারিখাই) গ্রামের রফিক উদ্দীনের ছেলে।
শনিবার (১০ মে) দুপুরে সদর ইউনিয়নের তিতারাই নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে যুবক আব্দুল মালিক নিজের ট্রাক্টর দিয়ে জমি হাল চাষে সময় ট্রাক্টরটি উল্টে যায় ওই সময় দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় গোয়াইনঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষক আব্দুল মালিক নিজের ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গেলে মোড় ঘুরানোর সময় ট্রাক্টর উল্টে সে দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিযে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমরা তার সুরতাহল রিপোর্ট তৈরি করে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করেছি।





