অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ায় সংকট ঘনীভূত হচ্ছে
সরকার প্রধানসহ অন্তর্বর্তী সরকারের পদত্যাগ বিদ্যমান সংকটের সমাধান নয় বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, সেসব কারণে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয়ে পড়েছে সরকারের উচিত হবে সেসব ইস্যু থেকে বেরিয়ে আসা।
শুক্রবার (২৩ মে) পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ার কারণেই ক্রমান্বয়ে সংকট ঘনীভূত হয়ে উঠছে। বিদ্যমান সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে তাদের দলনিরপেক্ষ বৈশিষ্ট্য নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, যে-সব উপদেষ্টার কারণে সরকার বিতর্কিত হয়ে পড়েছে সরকারের উচিত হবে অনতিবিলম্বে তাদের অব্যাহতি দেওয়া। নানা বিতর্কিত বিষয়ে ঝুঁকে পড়ে সরকার অন্যায্যভাবে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে।
রাজনৈতিক দলগুলোকে অপ্রয়োজনীয়ভাবে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল হক। তিনি বলেন, অপরাধের বিচার ও সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর জনগণের কাছে অঙ্গীকার রয়েছে। সরকারের কাজ হচ্ছে রাজনৈতিক দলসমূহের এই সহযোগিতাকে উপযুক্তভাবে কাজে লাগানো।
সাইফুল হক দাবি করেন, রাখাইনে কথিত মানবিক করিডর নিয়ে সরকারের মধ্যকার পরস্পর বিরোধী অবস্থানও সরকারকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্যও নতুন বিভ্রান্তির জন্ম দিয়েছে।
সভায় বক্তব্য দেন- পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, শিকদার হারুন মাহমুদ প্রমুখ।





