ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ৩:৫৮:৪৭,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০২৫ | সংবাদটি ৩ বার পঠিত

টানা তিন ম্যাচে জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে বেশ সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে রেকর্ড ১৭৮ রানে পরাজিত করেছিল জ্যোতিরা। এরপর আয়ারল্যান্ডকে নাটকীয় ম্যাচে ২ উইকেটে হারায়। বাছাইপর্বের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের এই সাফল্যের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ এ পর্যন্ত তিন ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে। বাছাইপর্বের ঠিক আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সুবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার, রাবেয়া খানা ও মারুফা আক্তার।