চলমান আইপিএলে ভালো অবস্থানে নেই মুম্বাই ইন্ডিয়ান্স। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে মাত্র দুটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে মুম্বাই। দলের এমন পারফরম্যান্সে সমর্থকরা হতাশ হয়ে পড়েছে। তাই দলটির মালিক নীতা আম্বানিকে সামনে পেয়ে এক সমর্থক রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করার অনুরোধ জানালেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগে শিরডী সাইবাবার মন্দিরে গিয়েছিলেন নীতা। মন্দিরের বাইরে তার সঙ্গে দেখা হয় মুম্বাই ইন্ডিয়ান্সের এক সমর্থকের। নীতাকে সামনে পেয়ে সেই সমর্থক হাতজোড় করে অনুরোধ করেন, ‘দয়া করে রোহিতকে আবার নেতৃত্বে ফিরিয়ে আনুন।
নীতা সেই সমর্থককে বলেন, সবই বাবার (সাইবাবা) ইচ্ছা। নীতার সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকের কথা বলার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার (১৩ এপ্রিল) আইপিএলের ম্যাচে দ্বিতীয় জয় পায় নীতার দল।
উল্লেখ্য, আইপিএলের গত মৌসুমে রোহিত শর্মাকে সরিয়ে অলরাউন্ডার হার্দিককে অধিনায়ক করে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের সেই আসরেও পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স খুব একটা ভাল হয়নি।