টার্গেট পূরণ হয়নি, কর্মীদের গলায় চেন বেঁধে অফিসে হামাগুড়ি! ভিডিও ভাইরাল হতেই তদন্তে পুলিশ
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে হাঁটু ভর দিয়ে হামাগুড়ি দিতে বাধ্য করা হয়েছে অফিসের মেঝেতে। অনেকেই দাবি করেছেন, ওই সংস্থার কর্মীরা জানিয়েছেন যে, নির্দিষ্ট টার্গেট পূরণ না করায় সংস্থার তরফে তাদের এভাবে শাস্তি দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি কেরালার কাল্লুর এলাকায় অবস্থিত একটি বেসরকারি সংস্থায় ঘটেছে। অভিযোগ করা হয়েছে পেরামবুভুরের কাছে ওই অপরাধমূলক কাজ হয়েছে। যদিও সংস্থার মালিক এই অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযুক্ত সংস্থার এক কর্মী, যাকে ভিডিয়োতে হেনস্থা হতে দেখা গিয়েছে, তিনি টিভি চ্যানেলের সামনে বলেন, “আমার উপর কোনও অত্যাচার করা হয়নি। আমি এখনও এই সংস্থাতেই কাজ করছি। ঘটনাটি কয়েক মাস আগের, যখন এক নতুন ম্যানেজার এই আচরণ করেছিলেন। পরে কর্তৃপক্ষ তাকে পদচ্যুত করে। এখন সে ইচ্ছাকৃতভাবে এই ভিডিয়ো ভাইরাল করে বর্তমান ম্যানেজারকে কলঙ্কিত করতে চাইছে।”
ঘটনার গুরুত্ব বুঝে রাজ্যের শ্রম মন্ত্রক ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে। শ্রমমন্ত্রী ভি সিভানকুট্টু জেলা শ্রম আধিকারিককে দ্রুত তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলেছেন।
এছাড়াও, রাজ্য মানবাধিকার কমিশনও এই ঘটনার প্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছে। আইনজীবী কুলাঠুর জয়সিং-এর মাধ্যমে এক ব্যক্তির পক্ষ থেকে কমিশনে মামলা দায়ের করা হয়েছে।
ভিডিয়োর সত্যতা যাচাই করতে পুলিশ ও শ্রম দফতর যৌথভাবে তদন্ত শুরু করেছে। কর্মক্ষেত্রে এমন অমানবিক আচরণের নজির সামনে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে।





