বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত পরীক্ষার প্রশ্ন না পেয়ে সড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা।
শনিবার (১ মার্চ) বিকেল পাঁচটার দিকে রাজধানীর আসাদ গেট মোরে সড়ক অবরোধ করেন তারা।
শিক্ষার্থীরা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত পরীক্ষা দেওয়ার জন্য সারাদেশ থেকে প্রায় চার হাজার প্রার্থী লালমাটিয়ার দুটি কেন্দ্রে উপস্থিত হন। বিকাল তিনটা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্র কোনো প্রশ্ন আসেনি।
কেন্দ্রগুলো হলো, লালমাটিয়া মহিলা কলেজ ও লালমাটিয়া গার্লস স্কুল। দীর্ঘ সময় অপেক্ষা করার পরও প্রশ্ন কেন্দ্রে না আসায় চাকরি প্রার্থীরা সড়ক অবরোধ করেন।
জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে তেজগাঁও ট্রাফিক জোনের এসপির অনুরোধে সড়ক থেকে সরে যান চাকরি প্রার্থীরা।





