মঙ্গলবার (১৮ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম মামলায় মৃণাল কান্তি দাসের বিরুদ্ধে ১ কোটি ৫৫ লাখ ১৭ হাজার ২৩০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ৮টি ব্যাংক হিসাবে ২ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৯০৬ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
অন্য মামলায় তার স্ত্রী নিলীমা দাসের বিরুদ্ধে ১ কোটি ৪৫ লাখ ২৮ হাজার ৮৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার ৩০টি ব্যাংক হিসাবে ২০১৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৬ কোটি ১৯ লাখ ২৭ হাজার ৬৪১ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। মামলায় মৃণাল কান্তি দাসকেও আসামি করা হয়েছে।
তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন এবং ১৯৪৭এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।