যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার বরাদ্দ বাতিল করল

এই প্রক্রিয়ার অংশ হিসেবে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য বরাদ্দকৃত ২৯ মিলিয়ন (প্রায় তিন কোটি) মার্কিন ডলার বাতিল করা হয়েছে।
এছাড়া, ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য বরাদ্দকৃত ২১ মিলিয়ন (প্রায় দুই কোটি) মার্কিন ডলারও বাতিল করা হয়েছে বলে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক ঘোষণায় জানিয়েছে DOGE।
বিশ্বব্যাপী নির্বাচন ব্যবস্থার কনসোর্টিয়াম এবং রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালী করার জন্য বরাদ্দকৃত ৪৮৬ মিলিয়ন (প্রায় ৫০০ কোটি) মার্কিন ডলার বাজেট স্থগিত করেছে সংস্থাটি।
বাজেট কাটছাঁটে ইলন মাস্কের ভূমিকা
প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ গঠন করেন। ইলন মাস্কের নেতৃত্বাধীন এই উপদেষ্টা সংস্থার মূল লক্ষ্য ফেডারেল কর্মী সংখ্যা হ্রাস ও সরকারি ব্যয়ে স্বচ্ছতা আনা।
এই উদ্যোগের আওতায় যেকোনো অপ্রয়োজনীয় ব্যয় ও অর্থের অপচয় রোধে কঠোর নীতিমালা অনুসরণ করা হবে। ফলে, শুধুমাত্র রাজনৈতিক কার্যক্রমের বরাদ্দই নয়, লিঙ্গসমতা ও নারী ক্ষমতায়নের জন্য বরাদ্দকৃত ৪০ মিলিয়ন (৪ কোটি) মার্কিন ডলারও বাতিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত বৈশ্বিক রাজনীতি ও উন্নয়ন কার্যক্রমে কী প্রভাব ফেলবে, তা এখনো বিশ্লেষণের বিষয় হয়ে রয়েছে।