মিরপুরে বিদেশি শিকারই বেশি ভালো লাগে নাসুমের
চলমান বিপিএলের এলিমিটের পর্বে শক্তিশালী রংপুরকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে খুলনা টাইগার্স। এই ম্যাচে বসুন্ধরা গ্রুপের দলটিকে ৯ উইকেটে হারিয়েছে খুলনা। এই জয়ের অন্যতম নায়ক মাত্র ১৬ রান খরচে ৩ উইকেট শিকার করা নাসুম আহমেদ। ম্যাচ শেষে নিজের সাফল্যের কথাও জানিয়েছেন এই বাঁ-হাতি স্পিনার।
এদিন মিরপুরে শুরু দিকে টানা বল করেছেন নাসুম। এই সুযোগ কাজে লাগিয়ে জেমস ভিন্স, শেখ মাহেদী ও টিম ডেভিডকে সাজঘরে ফেরান তিনি। তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাসুমের কাছে টানা বল করার কারণ জানতে চাওয়া হয়।
জবাবে এই বাঁ-হাতি স্পিনার বলেন, টানা বল করানোর কারণ হলো ওদের বেশির ভাগ ব্যাটার ছিল ডান হাতি। তাই আমাকে টানা বল করিয়েছে মিরাজ। আর আগের ম্যাচগুলোতে না করায়নি কারণ বেশির সময় পিচে ডান ও বাম হাতি ব্যাটার এক সঙ্গে থাকায়। এটা আমাদের পরিকল্পনাতেই ছিল।
এলিমিনেটরে মিরপুরের উইকেট নিয়ে নাসুম বলেন, আজকের উইকেট ছিল ১৮০ রানের । আমার মনে হয় শুরুতেই রান আউট হওয়াতে রংপুর পিছনে পড়ে যায়।
এদিন নিজের প্রথম ওভারে এসেই ইংলিশ ব্যাটার ভিন্সকে সাজঘরে ফেরান নাসুম। ক্যাচটাও নিজেই ধরে ছিলেন। এ বিষয়ে এই টাইগার স্পিনার বলেন, আমি যখন ওকে (ভিন্স) বল করছিলাম, আমার ভালোই লাগছিল। সত্যি বলতে মিরপুরে বিদেশি ক্রিকেটারদের বল করতে ভালোই লাগে।
মিরপুরে টস জিতে আগে ব্যাট করে মাত্র ৮৫ রানে অলআউট হয় রংপুর। খুলনাও একই পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন নাসুম। ‘আমাদেরও পরিকল্পনা ছিল টস জিতে আগে ব্যাটাররা। তবে যেটা হয়েছে ওটা মেনে নিয়েছে কিন্তু আমাদের পরিকল্পনা ছিল আগে ব্যাট করার।’
এবারের বিপিএলে এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন নাসুম। ৭.৫২ ইকোনোমিতে ২৩৩ রান খরচ করে ১১ উইকেট শিকার করেছেন তিনি। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে একমাত্র বাঁহাতি স্পিনার হিসেবে টাইগার স্কোয়াডে রয়েছেন নাসুম।
বিপিএলের এই পারফরম্যান্স চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করতে কতটা সাহায্য করবে এ বিষয়ে জানতে চাওয়ায় নাসুমের কাছে। তার ভাষ্য, চ্যাম্পিয়নস ট্রফি তো আলাদা বিষয়। বিপিএল শেষ হলে ওটা নিয়ে নতুন করে কাজ করতে হবে।