সার সংরক্ষণের জন্য দেশের চার জেলায় বাফার গুদাম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, যশোর এবং নড়াইলে একটি করে গোডাউন নির্মাণের দুটি পৃথক প্রস্তাব দেয় শিল্প মন্ত্রণালয়। প্রস্তাব দুটি পর্যালোচনা করে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ কমিটি।
এরমধ্যে মানিকগঞ্জে ১৫ হাজার টন ধারণক্ষমতা এবং মুন্সিগঞ্জে ১৫ হাজার টন ধারণ ক্ষমতাসম্পন্ন স্টিল স্ট্রাকচার বাফার গুদাম তৈরি করা হবে। এতে ১২০ কোটি টাকা ব্যয় হবে।
এ ছাড়া যশোরে ১৫ হাজার টন ধারণক্ষমতা এবং নড়াইলে ১০ হাজার টন ধারণ ক্ষমতাসম্পন্ন স্টিল স্ট্রাকচার বাফার গোডাউন নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ১১৭ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ৬৬৭ টাকা।





