জাতীয় ঐক্য নিয়ে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ৭:২৫:১১,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০২৪ | সংবাদটি ২ বার পঠিত
জাতীয় ঐক্য গঠনে ছাত্রনেতা, বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সকল ছাত্র সংগঠনের নেতাদের সাথে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা। আগামীকাল বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন তিনি। এর পর দিন সকল ধর্মীয়ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
এ সময় তিনি বলেন, ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশ নিয়ে মিস ইনফরমেশন ছড়াছে। আমাদের ইমেজ নষ্ট হচ্ছে। এই ভয়াবহ তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে গনমাধ্যমকে দাঁড়াতে হবে। সেই সাথে ঐক্য ধরে রেখে এই অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।