বৈদেশিক মুদ্রা রাখার মামলায় রিমান্ডে সাবেক এমপি একরামুল করিম
নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২০ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন। তিনি বলেন, নগরের খুলশী থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর তিন দিন রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১ অক্টোবর চট্টগ্রামের খুলশী এলাকা থেকে একরামুল করিমকে আটক করা হয়। ২৬ হাজার ২০০ মার্কিন ডলার, ২ হাজার ১০০ সিঙ্গাপুরি মুদ্রা ও বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করে র্যাব।
এর আগে গত ১ অক্টোবর চট্টগ্রাম নগরের খুলশীর আব্দুল মালেক লেইন থেকে একরামুল করিমকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১০ লাখ নগদ টাকাসহ বৈদেশিক মুদ্রা (২৬ হাজার ২০০ মার্কিন ডলার, ২ হাজার ১০০ সিঙ্গাপুরি মুদ্রা) উদ্ধার করে পুলিশের বিশেষ এ ইউনিট।
মোহাম্মদ একরামুল করিম চৌধুরী দীর্ঘ প্রায় ১৭ বছর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।