মস্কোতে স্মরণকালের ভয়াবহ হামলা, ঘুরিয়ে দেওয়া হলো ৩৬ ফ্লাইট
মস্কোতে স্মরণকালের সবচেয়ে বড় পরিসরে হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার (১০ নভেম্বর) রাশিয়ার রাজধানীর বিভিন্ন স্থাপনাকে নিশানা কররে অন্তত ৩৪টি ড্রোন ছুড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এর ফলে ৩৬টি ফ্লাইটকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
রোববার বার্তা সংস্থা রয়েটার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে রোববার ইউক্রেন ৩৪টি ড্রোন হামলা চালিয়েছে।এটি যুদ্ধ শুরুর পর মস্কোতে এখন পর্যন্ত চালানোর সবচেয়ে পড় হামলা। ইউক্রেনের এ হামলার কারণে মস্কোগামী কয়েক ডজন ফ্লাইট অন্তত তিনটি শহরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তবে এ হামলায় প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মস্কো ছাড়াও এ দিন অন্যান্য অঞ্চলে আকাশ প্রতিরক্ষা বাহিনী ৩৬টি ড্রোন ধ্বংস করেছে। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে এসব করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিমান ধাঁচের ড্রোনের মাধ্যমে ইউক্রেনের শাসকগোষ্ঠীর সন্ত্রাসী হামলার চেষ্টাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে।
রাশিয়ার ফেডারেল বিমান চলাচল সংস্থা জানিয়েছে, ইউক্রেনের হামলার কারণে দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকোভস্কি অঞ্চলে অন্তত ৩৬টি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
এদিকে ইউক্রেনের এ ধরনের হামলাকে সন্ত্রাসী কার্যক্রম বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এ হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।