ইরান সফরে যাচ্ছেন সৌদি সশস্ত্র বাহিনীর প্রধান
শীতল সম্পর্কের বরফ গলছে মধ্যপ্রাচ্যের প্রধান দুই শক্তি সৌদি আরব ও ইরানের মধ্যে। বৈরিতার অবসান ঘটিয়ে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে দেশদুটি। তারই অংশ হিসেবে এবার তেহরান সফরে যাচ্ছেন সৌদি সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ফায়াজ বিন হামেদ আল রাভিলি।
ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের জনসংযোগ বিভাগ ঘোষণা করেছে, সৌদি সশস্ত্র বাহিনীর প্রধান তেহরান সফরে আসেবন। তার সঙ্গে থাকবে সৌদি আরবের একটি উচ্চপর্যায়ের সামরিক প্রতিনিধি দল।
সৌদি সেনাবাহিনীর জেনারেল ফায়াজ বিন হামেদ আল রাভিলি ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বৈঠকে যোগ দিতে তেহরানে পৌঁছাবেন এবং সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরির সাথে সাক্ষাৎ করবেন।
সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ রাভিলি এবং মেজর জেনারেল বাকেরির মধ্যে বৈঠকে দ্বিপক্ষীয় এবং প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে আলোচনা হবে।
ইরান ও সৌদি আরব ২০২৩ সালের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় সাত বছরের বৈরিতার অবসান ঘটিয়ে তাদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে। দেশ দুটির মধ্যে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হচ্ছে।