ইয়েমেনে সেনাবাহিনীর গুলিতে দুই সৌদি সেনা কর্মকর্তা নিহত
ইয়েমেনে সেনাবাহিনীর গুলিতে সৌদি আরবের দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
রোববার (১০ নভেম্বর) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (০৯ নভেম্বর) কর্মকর্তারা জানান, পূর্ব ইয়েমেনে অনুশীলন চলাকালে এক সেনা সৌদি কর্মকর্তাদের ওপর আকস্মিক গুলি চালান। এ সময় দুজন নিহত এবং একজন আহত হন। আহত সেনার অবস্থাও গুরুতর।
লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা হামলা চালিয়ে আসছে। তবে সৌদি আরবের সঙ্গে তাদের বছরব্যাপী যুদ্ধবিরতি চলছে। এমন পরিস্থিতিতে পূর্ব হাজরামাউত প্রদেশে এ হামলা হয়েছে। হুতিদের এক কর্মকর্তা এ হামলার প্রশংসা করে বলেন, হানাদারদের জন্য একটি কঠোর ভবিষ্যতের সূচনা হয়েছে। এটি তারই ইঙ্গিত দিচ্ছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, রোববার ভোর পর্যন্ত মার্কিন যুদ্ধবিমান হুতিদের অবস্থান লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে। গোষ্ঠীটি মার্কিনিদের আরও একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করার পর এই হামলা হয়।
সৌদি প্রেস এজেন্সি একটি সামরিক বিবৃতির বরাতে জানিয়েছে, সৌদি সেনাদের ওপর শুক্রবার রাতে সানা থেকে প্রায় ৫০০ কিলোমিটার পূর্বে সিয়ুনে এ হামলা হয়েছে। সৌদি নেতৃত্বাধীন একটি ঘাঁটিতে সৈন্যরা কাজ করার সময় এ হামলা চালানো হয়। এ একজন কর্মকর্তা এবং একজন ননকমিশনড অফিসার নিহত হন।
বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের কাপুরুষোচিত আক্রমণ ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সদস্যদের প্রতিনিধিত্ব করে না। এ ছাড়া নিহত ও অন্যান্য আহত সৌদি সেনা সদস্যদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
ইয়েমেনের উত্তরাধিকারী দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের নেতা আইদারুস আল-জুবাইদি আক্রমণকারী সেনাকে সেয়ুনের বাইরে অবস্থিত প্রথম সামরিক অঞ্চলের অন্তর্গত বলে চিহ্নিত করেছেন। পুলিশ ওই সৈনিকের ছবি প্রককাশ করে তার গ্রেপ্তারের ২০ মিলিয়ন ইয়েমেনি রিয়াল পুরস্কার ঘোষণা করেছে।