কমলার জন্য পূজা শুরু করেছেন হিন্দু পুরোহিতরা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিসের জয়ের জন্য ভারতে হিন্দু পুরোহিতরা পূজা করছেন। নির্বাচনের আর মাত্র বাকি কয়েক দিন। তবে কমলা যেন, নির্বাচনে জয় পান, সে জন্য ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যে চলছে পূজা অর্চনা।
সম্প্রতি দুনয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, শ্যামলা গোপালান শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ১১ দিন ধরে চলবে এই পূজা অর্চনা। কমলার মা বায়োমেডিকেল সায়েন্টিস্ট ড. শ্যামলা গোপালানের স্মরণেই এই ফাউন্ডেশন গড়ে তোলা হয়েছিল। এখন সেই ফাউন্ডেশন মার্কিন নির্বাচনে কমলার সাফল্য চেয়ে প্রার্থনা করছে।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন ৫ কোটির বেশি মার্কিনি। গত কয়েক দশকের মধ্যে এবারের নির্বাচনে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনপূর্ব বিভিন্ন জরিপও এমনই আভাস দিয়েছে।
১৯৫৮ সালে ভারত থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শ্যামলা গোপালান। এর কয়েক বছর পর যুক্তরাষ্ট্রে কমলার জন্ম হয়। বর্তমান মার্কিন প্রেসিডন্ট জো বাইডেন দলীয় চাপে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পরই কপাল খুলে যায় কমলার। এখন তাকে হোয়াইট হাউসে দেখতে মরিয়া তার ভক্তরা।