আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাবিপ্রবি
দেশের আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৪য়ে চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
শুক্রবার (১ নভেম্বর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সিএসই ফেস্ট-২০২৪ স্ট্যান্ডিংস্ প্রতিযোগিতায় সর্বোচ্চ সমস্যা সমাধান করে দেশীয় প্রোগ্রামিং গন্ডিতে শ্রেষ্ঠ্রত্ব অর্জন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দল সাস্ট ফ্যানাটিকস।
চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান নাঈম, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলফেহ সানি ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সারওয়ার রিফাত।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা হচ্ছে জাতীয় পর্যায়ে সেরা প্রোগামিং প্রতিযোগিতার মধ্যে অন্যতম। বিশ্ববিদ্যালয়টি কর্তৃক ২০২৪ এর সিএসই ফেস্টে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মোট ১১৩টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তার মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে সাস্ট ফ্যানাটিকস্, ফাইমডেসাং, সাস্ট আন্ডার প্রিভিলাইজড কিডস্, সাস্ট মাইগ্রোসেনা, সাস্ট রোলডব্যাক ও সাস্ট জুভেনাইল মোট ৬টি প্রোগ্রামিং দল অংশগ্রহণ করে। তারমধ্যে দেশের ১১৩টি দলের মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাস্ট ফ্যানাটিকস ছাড়াও ফাইমডেসাং অষ্টম, সাস্ট আন্ডার প্রিভিলাইজড কিডস্ ১৩তম, সাস্ট মাইগ্রোসেনা ১৯তম, সাস্ট রোলডব্যাক ৬৮তম ও সাস্ট জুভেনাইল ৭৮তম স্থান অর্জন করে।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন দলের সদস্য কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আলফেহ সানি বলেন, “আজকের প্রোগ্রামিং প্রতিযোগিতায় পরীক্ষকরা প্রত্যেক দলকে ১২টি প্রোগ্রামিং সমস্যা সমাধান করতে দেয়। এসব সমস্যা সমাধানের সময়সীমা ছিল ৫ ঘন্টা। আমাদের দল সাস্ট ফ্যানাটিকস্ সবচেয়ে কম সময়ের মধ্যে ৭টি সমস্যা সমাধান করে। যার জন্য এই কনটেস্টে আমরা চ্যাম্পিয়ন হয়।”
“আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার দলও ৭টি সমাধান করে। কিন্তু তারা সমাধান করতে আমাদের তুলনায় অধিক সময় নেয়। যার কারণে তারা দ্বিতীয় হয়।”
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামিং দলগুলোর তত্বাবধায়ক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এ.কে.এম ফখরুল হোসাইন বলেন, “ দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতায় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো করতেছে। দেশীয় পর্যায়ে সেরা হওয়া আমাদের ফোকাস না, আমাদের ফোকাস আন্তর্জাতিক পর্যায়ে সেরা হওয়া। কিছুদিন আগেও কাজাগাস্তানের কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ৭০তম স্থান অর্জন করে। সেখানে আমরা নবম বারের মতো অংশগ্রহণ করার সুযোগ পাই। যা ছিল দেশের দ্বিতীয় সবোর্চ্চ সুযোগ।”
“আমাদের বিশ্ববিদ্যালয় সবখানে প্রোগ্রামিংয়ে ভালো করার পিছনে দীর্ঘ ত্যাগ তিতিক্ষা রয়েছে। আমাদের সিএসসি বিভাগের পুরো ইকো সিস্টেমটাই এরকম। এখানে শিক্ষার্থীদের প্রোগ্রামিং সমস্যানের সুবিধার্থে চব্বিশ ঘন্টা দুইটা ল্যাব ওপেন রয়েছে। যার মধ্যে একটি ল্যাবে সিনিয়র শিক্ষার্থীরা প্রোগ্রামিং প্র্যাকটিস করে, আরেকটিতে জুনিয়র শিক্ষার্থীরা। এসকল শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে পারদর্শী করার জন্য শিক্ষকদের পাশাপাশি সিএসসি অ্যালামনাইয়ে প্রাক্তন শিক্ষার্থীরাও প্রশিক্ষণ প্রদান করে।”
তিনি বলেন, “ আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া। সামনে ডিসেম্বরে ঢাকা রিজওনাল একটি প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে ভালো করতে পারলে আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করতে পারব।”