লালকুঠি বায়তুর রহমান জামে মসজিদ সম্প্রসারণের জন্য জমি ক্রয়
প্রকাশিত হয়েছে : ৩:৪৯:০২,অপরাহ্ন ০১ নভেম্বর ২০২৪ | সংবাদটি ১৪ বার পঠিত
রাজধানীতে লালকুঠি বায়তুর রহমান জামে মসজিদ সম্প্রসারণের জন্য জমি ক্রয় করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে অবস্থিত লালকুঠি বায়তুর রহমান জামে মসজিদের সম্প্রসারণের জন্য ৪০ লাখ টাকা ব্যয়ে এই জমি ক্রয় করা হয়।
বৃহস্পতিবার ক্রয় করা জমির দলিল হস্তান্তর করা হয়। বিক্রেতার কাছ থেকে দলিল বুঝে নেন দারুসসালাম থানা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান মৃধা। দলিল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ-সাধারণ সম্পাদক কাজী করিম রেজাসহ আরও অনেকে।
এসময় জমি ক্রয়ের জন্য যারা আর্থিক ভাবে সাহায্য করেছেন তাদের সকলকে লালকুঠি বায়তুর রহমান জামে মসজিদ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে মসজিদের উন্নয়নে পাশে থাকার আহ্বান জানান।