কমলগঞ্জ নিসচা’র শিক্ষার্থী সমাবেশ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ
“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হউক সবার” এই পতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই সংগঠনের কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রোববার (২৭ অক্টোবর) হযরত শাহজালাল ডি. এইচ মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থী সমাবেশ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা প্রিন্সিপাল হাফিজ এম এ ওহাব এর সভাপতিত্বে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার পৃষ্ঠপোষক শমসের মুন্নার সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. আব্দুস সালাম। সড়কের ট্রাফিক আইন ও সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন নিসচা সভাপতি।
প্রধান আলোচক সংগঠনের সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, রাস্তা চলাচলের নিয়ম ও সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্য দেন, মাদ্রাসা প্রিন্সিপাল, নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখা পৃষ্ঠপোষক হাফিজ এম এ ওহাব। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিরোধ জনসচেতনতা ও যানজট নিরসনে কাজ করে যাচ্ছে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা। মাদ্রাসা শিক্ষকবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আল আমিন, মাওলানা মোহাম্মদ আলী, হাফেজ ক্বারী রুহুল আমিন, হাফেজ ক্বারী আতিকুর রহমান, মাওলানা সালমান আহমেদ ও শ্যামল কইরী। পরবর্তীতে সকল শিক্ষার্থীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় সম্পর্কে সচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়।