ট্রাইব্যুনালে আরও ৫ প্রসিকিউটর নিয়োগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও পাঁচজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,The International Crimes (Tribunals) Act, 1973 (ACT NO.XIX OF 1973) এর Section7(1) অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য বর্ণিত ব্যক্তিদেরকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিয়োগ প্রদান করা হলো।
নিয়োগ পাওয়া ৫ প্রসিকিউটর হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মঈনুল করিম, মো. নুরে এরশাদ সিদ্দিকী, শাইখ মাহদী, তারেক আব্দুল্লাহ, তানভীর হাসান জোহা।
এদের মধ্যে প্রথম দুইজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং পরের তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যার অভিযোগে বিচারকাজ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।