সিলেটে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) ও মঙ্গলবার (২২ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্ত সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিজিবির একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে সিলেট জেলার সীমান্ত এলাকা থেকে ৭০২ পিস ভারতীয় শাড়ী, ১০৭৪ পিস সাগ্লাস, ৬২৯ মিটার মকমল থান কাপড়, ৩৮৭ বোতল অলিভ অয়েল, ২৪১১ পিস সাবান, ১টি টাটা ট্রাক, ১৬ বোতল মদ, ৪টি বিয়ার, ১১৮৫ কেজি বাংলাদেশী রসুন এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ২১টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ ৯২ হাজার ৫৭০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা ভারতীয় চোরাচালানের মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হবে।