ডিবি অফিসে যেতে হলো ‘মালো মা’র সংগীতশিল্পী সাগর দেওয়ানকে
কোক স্টুডিও বাংলার আলোচিত গান ‘মালো মা’। এই গানের সংগীতশিল্পী সাগর দেওয়ান বিয়ে করেছেন। পাত্রী ফারিয়া ইসলাম মাহিন। তার পরিবার যুক্তরাষ্ট্রে স্থায়ী। তিনিও নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। গত ২৫ জুন বিয়ের পিঁড়িতে বসেন সাগর ফারিয়া। তবে সে বিয়েতে মত ছিল না দুই পরিবারের। ফলে গায়ককে যেতে হয়েছে ডিবি কার্যালয়েও। তবে সেটি ঢাকার নয়, অন্য একটি।
সংবাদমাধ্যমকে সংগীতশিল্পী সাগর দেওয়ান বলেন, ‘আমাদের সম্পর্ক গড়ার আগেই দুজন দুই পরিবারের মত নিয়েছিলাম। মানে, জানিয়েছিলাম। এরপর পরিবার থেকে বিরূপ প্রতিক্রিয়া পাই। বিয়ে নিয়ে বেশ হয়রানির শিকারও হতে হয়েছে। থানা-পুলিশ থেকে শুরু করে অনেক কিছুই করেছে ফারিয়ার পরিবার। কিন্তু আমরা তো বিয়ে করেছি; অন্য কিছু নয়। আমার পরিবার মেনে নিয়েছে। কিন্তু তাদের পরিবারের লোকজনের মাথা ব্যথার শেষ হয়নি। ডিবি কার্যালয়েও যেতে হয়েছে। সেখানে গিয়ে আমরা বিয়ের সব প্রমাণ দিয়েছি। এটা ঢাকার ডিবি কার্যালয় নয়। অন্য একটি।’
এ সময় গায়ক আরও বলেন, ‘ফারিয়ার মা তাঁর ল্যাপটপ ও গ্রিন কার্ডটা নিয়ে গেছে। তাই তার পড়াশোনাটাও বাধাগ্রস্ত হচ্ছে। মূলত ল্যাপটপেই ভার্সিটির পাসওয়ার্ডসহ অন্যান্য সব কিছু আছে। কিন্তু আমি তাদের মেয়েকে পড়াশোনা করতে দিচ্ছি না, এমন অভিযোগ ফেসবুকে করেছেন তার বড় ভাই, যা সত্যি না। আমি ফারিয়াকে বলেছি, তোমার যখন ইচ্ছে যেতে পার, পড়াশোনা করতে পার।’
সাগর দোয়া চেয়ে বলেন, ‘আমরা দুজনই প্রাপ্তবয়স্ক। একে অপরকে ভালোবাসি। তাই বিয়ের সিদ্ধান্ত নিই। ইচ্ছে আছে, শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার।’
গত ৩ মে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘মালো মা’। সাগর ছাড়াও এতে কণ্ঠ দেন প্রীতম হাসান, আরিফ দেওয়ান ও র্যাপার আলী হাসান। গানটির সংগীতায়োজনে ছিলেন প্রীতম হাসান। এ গান দিয়েই তুমুল জনপ্রিয়তা পান এ সংগীতশিল্পী। এরই মধ্যে তিনি রাখাল সবুজ পরিচালিত ‘পুলসিরাত’ সিনেমাতে একটি গানে কণ্ঠ দিয়েছেন। সেই গানের শিরোনাম ‘সুখ সিথানের বাতি’।