ব্রুকের ট্রিপল সেঞ্চুরিতে অনেক অপেক্ষার অবসান
মুলতানে পাকিস্তানের বিপক্ষে ৩১৭ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেছেন হ্যারি ব্রুক। ৩৪ বছর পর নিজের প্রথম ও ইংল্যান্ডের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছেন এই ব্যাটসম্যান। মুলতান টেস্টে ব্রুকের ট্রিপল ও জো রুটের ডাবলে ইংল্যান্ডের রানের নিচে চাপা পড়েছে পাকিস্তান।
ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ট্রিপল সেঞ্চুরি করেছিলেন গ্রাহাম গুচ।
তাও ৩৪ বছর আগে ১৯৯০ সালে। ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন গুচ। টেস্টে সর্বশেষ ট্রিপল সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালে অ্যাডিলেডে ওয়ার্নার। সেটিও এসেছিল পাকিস্তানের বিপক্ষেই।
মুলতানে পাঁচ বছর পর যখন ব্রুকের ব্যাটে ট্রিপল সেঞ্চুরি দেখল বিশ্ব তখন আরেকটি রেকর্ডও হয়ে গেছে। টেস্টে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি হিসেবে এটি দ্বিতীয় (৩১০ বলে ৩০২ রান)। তার উপরে থাকা বীরেন্দর শেবাগ ২০০৮ সালে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে ব্রুক টেস্ট খেলেছেন ৪টি।
সেঞ্চুরি করেছেন সব কটিতে, যার একটি আবার ট্রিপল সেঞ্চুরি। প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে ইংল্যান্ড ৭ উইকেটে ৮২৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে। ইংল্যান্ডের লিড ২৬৭ রানের। পাকিস্তানের বিপক্ষে যেকোনো দলের এটি সর্বোচ্চ।