‘দ্য গ্লোসলি মিস আন্ডাস্ট্যুড মাভেরিক্স’—সাকিব আল হাসানের অবসর খবরে এমনই শিরোনাম দিয়েছিল ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’। সাকিবের ক্যারিয়ারকে তারা অনিল কাপুর অভিনীত ‘নায়ক’ সিনেমার সঙ্গে তুলনা করে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত ভারতের বেশ কয়েকটি জনপ্রিয় গণমাধ্যম সাকিবকে নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিবেদন সাজায়। কালবেলার এই প্রতিবেদন সেসব সংগ্রহ করে বাংলাদেশি পাঠকদের সামনে তুলে এনেছে।
কানপুরের স্থানীয় দৈনিক পত্রিকা জাগরন হাতে নিলেই ওপরের দিকে দেখা মিলে সাকিব আল হাসানের দুমড়ে-মুচড়ে যাওয়া এক ছবি। খেলার পাতায় হিন্দি ভাষায় লেখা শিরোনাম বাংলা করলে অর্থ দাঁড়ায়, বাংলাদেশের সবচেয়ে বড় খেলোয়াড় সাকিবের ঘরে ফিরতে ভয়।
কানপুরে গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে সাকিব বার বার নিরাপত্তার কথাটি মনে করিয়ে দিয়েছিল বলেই কি না এমন শিরোনাম কে জানে! দেশে ফেরা নিয়ে সাকিব তার উদ্বীগ্নতার কথাও বলেছিলেন সংবাদ সম্মেলনে।
ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বড় করে ছাপিয়েছে সাকিবের অবসরের ঘোষণার খবর। সেকেন্ড লিডের নিচেই তিন কলামে সাকিবকে নিয়ে লিখেছে তারা।
আরেক ইংরেজি দৈনিক দ্য ইকোনমিক্স লিখেছে, ‘অবসরের ঘোষণা নিয়ে বোমা ফাটিয়েছেন সাকিব।’ এ ছাড়াও ভারতের বিভিন্ন অনলাইন গণমাধ্যম ও টেলিভিশন চ্যালেনেও বড় করেই প্রকাশিত হয় সাকিবের অবসর প্রসঙ্গ।