সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ১০:৫৮:৪৫,অপরাহ্ন ২০ আগস্ট ২০২৪ | সংবাদটি ৬ বার পঠিত
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম ও হবিগঞ্জের নতুন ডিসি জিলুফা সুলতানাকে প্রত্যাহার করেছে সরকার।
মঙ্গলবার (২০ আগস্ট) সিলেটের তিন জেলাসহ দেশের ২৫টি জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ডিসি পদ থেকে এসব কর্মকর্তাকে প্রত্যাহার করে বিভিন্ন দপ্তরে উপসচিব পদে বদলি করা হয়েছে।