শান্তর মতে, সাকিবের ওপর রাজনীতির প্রভাব পড়বে না
দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ক্রিকেটে তার অবস্থানকে কাজে লাগিয়ে রাজনীতিতে আসেন বাঁ-হাতি এই স্পিন অলরাউন্ডার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন।
শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। ভেঙে দেওয়া হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের অবস্থান পরিষ্কার না করায় রোষানলে পড়েন সাকিব।
তিনি তখন টি-২০ লিগ খেলতে কানাডায় ছিলেন। ওই আসর শেষ করে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন। পাকিস্তানের বিপক্ষে বুধবার সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের এই প্রভাব সাকিবের ওপর পড়বে কিনা সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখোমুখি হন অধিনায়ক নাজমুল শান্ত।
জবাবে অধিনায়ক জানান, সাকিব পেশাদার ক্রিকেট। রাজনীতির প্রভাব তার ওপর পড়বে না, ‘আমি মনে করি, রাজনীতির প্রভাব পড়বে না। তিনি পেশাদার ক্রিকেটার। অনেকদিন ধরে খেলছেন। তিনি তার দায়িত্ব সম্পর্কে জানেন। কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয় তা জানেন। আশা করি, সিরিজে তিনি বিশেষ কিছু করবেন।’