সালাহ ও জোতার নৈপুণ্যে দারুণ জয় লিভারপুলের
নতুন কোচ আর্নে স্লটের অধীনে মৌসুমের প্রথম ম্যাচেই শুভসূচনা করেছে লিভারপুল। আজ (শনিবার) নবাগত ইপসউইচ টাউনের মাঠ থেকে অল রেডরা জয় নিয়ে ফিরেছে ২-০ ব্যবধানে।
লিভারপুলের চেয়ে প্রথমার্ধে তুলনামূলক ভালো খেলেছেন ইপসউইচ টাউন। চারটি শটের দুটি লক্ষ্যে রেখেও গোল পায়নি অবশ্য।
প্রথমার্ধে আক্রমণে বিবর্ণ থাকলেও পরে নিজেদের গুছিয়ে নেন মোহামেদ সালাহরা। এই অর্ধে গোলের জন্য ১৭টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে লিভারপুল। আক্রমণের পর আক্রমণ করে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে। তাতে খুলে যায় গোলের মুখ।
৬০ মিনিটে সালাহর পাস থেকে দিয়েগো জোতা গোল করে এগিয়ে নেন দলকে। অ্যাসিস্টের পর গোলও পেয়ে যান সালাহ। ৬৫ মিনিটে করা তার গোলেই জয় নিশ্চিত হয় লিভারপুলের। জয় দিয়ে লিগ শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেডও।
গতকাল ওল্ড ট্র্যাফোর্ডে ফুলহামকে হারিয়েছে ১-০ ব্যবধানে। খেলার ৮৭ মিনিটে ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন জশুয়া জার্কজি। রেড ডেভিলদের জার্সিতে স্বপ্নময় অভিষেক হলো ২৩ বছরের এই ডাচ স্ট্রাইকারের। জিতে শুরু করলেও উন্নতির আরো জায়গা দেখছেন ম্যানইউ কোচ এরিক টেন হাগ। এএফপি