শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপির দোয়া
বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতাকল শুক্রবার রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়।
এ সসয় শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতার জন্যও দোয়া করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গণতন্ত্র উদ্ধারের লড়াইকে খুনি শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে বাংলাদেশের ছাত্র-জনতা পূর্ণ উদ্ধার করেছে। দেশের জনগণ যুগে যুগে স্বর্ণাক্ষরে লিখে রাখবে তাদের নাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি হোসেন সুমন, বাবুল হোসেন, আলতাফ হোসেন, মো. এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহের, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী, দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক ও সহ দপ্তর সম্পাদক আবদুল মান্নান, ক্রিয়া সম্পাদক মো. মামুন, সহ ক্রিয়া সম্পাদক সুফি আহমেদ, মনির হোসেন, খায়রুল আমিন, করিম রানা, মো. মামুন, মো. পিয়াস প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।