দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে তাকে আটক করা হয়।
কাতার এয়ারওয়েজ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে আমেরিকা যাওয়া চেষ্টা করেছিলেন মান্নাফি।
এদিকে, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সোলাইমান হাসানকে দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দর থেকে আটক করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন তিনি