ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে দেশের ক্ষতি চায় বিএনপি
প্রকাশিত হয়েছে : ৯:৫৫:৪৫,অপরাহ্ন ২০ জুন ২০২৪ | সংবাদটি ৮৪ বার পঠিত

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় আওয়ামী লীগ বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যৌথসভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্কে সৃষ্টি করে এ দেশের ক্ষতি করতে চেয়েছে। আওয়ামী লীগ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়।’
যৌথসভায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ররা উপস্থিত ছিলেন। সূত্র: আমাদের সময়