”বিশ শতকে বাংলাদেশে সাধারণ নির্বাচন” নিয়ে আলোচনা
গত ৩ মার্চ ছিল সাবেক ছাত্র নেতা, যুক্তরাজ্য প্রবাসী, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান এর গবেষণামূলক গ্রন্থ- ‘বিশ শতকে বাংলাদেশে সাধারণ নির্বাচন’-এর উপর এক আলোচনা চক্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে উক্ত আলোচনায় সভাপতিত্ব করেন সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী।
মুখ্য আলোচক ছিলেন লেখক আবু সাঈদ খান। উপস্থিত ছিলেন- বিচারপতি নিজামুল হক, ব্রিগেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন, রাজনীতিবিদ আবুল হাসান চৌধুরী, অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী, সৈয়দ মার্গুব মোর্শেদ, অধ্যাপক ড. রূপা চক্রবর্তী, ড. দিনাক সোহানি পিংকি, সৌমিত্র দেব প্রমুখ।
আলোচকরা লেখকের ভূয়সী প্রশংসা করে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। বক্তারা বলেন- এই গবেষণামূলক গ্রন্থটি রাজনীতিবিদ থেকে শুরু করে, লেখক, সাংবাদিক, শিক্ষক, গবেষক প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ; নির্বাচন নিয়ে কথা বলতে গেলে, নির্বাচন নিয়ে লিখতে গেলে এ গ্রন্থটি সহায়ক ভূমিকা পালন করবে।
আলোচকরা আরও বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ একটি রেফারেন্স গ্রন্থ হিসেবে ”বিশ শতকে বাংলাদেশে সাধারণ নির্বাচন” বিশেষ ভূমিকা রাখবে। আলোচকদের অনেকে গ্রন্থটির ইংরেজি অনুবাদ হওয়া প্রয়োজন বলে তাদের অভিমত প্রকাশ করেন।লেখক দেওয়ান গৌছ সুলতান জানান, এ গ্রন্থটি লিখতে তাঁর ১২ বছর সময় লেগেছে। গ্রন্থটি তিনি উৎসর্গ করেছেন তাঁর জন্মদাত্রী মা দেওয়ান কুলসুম বেগমকে যিনি ১৯৭১ সালে তাঁর বুকের দুই মানিক (ডা. দেওয়ান নুরুল হোসেন চঞ্চল ও দেওয়ান গৌছ সুলতান) -কে দেশের জন্য লড়াই করতে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে পাঠিয়ে দিয়েছিলেন।





