ভোটে জিতে সংসদে যাচ্ছেন ১৯ নারী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৬ নারী প্রার্থী ভোটের লড়াইয়ে অংশ নিয়েছিলেন। কিন্ত জনগণের রায়ে জয়ী হয়েছেন মাত্র ১৯ জন। এদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন ১৫ জন। বাকি চারজন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন কমিশন ঘোষিত ২৯৮টি আসনের ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮ জন নারী প্রার্থী হয়েছিলেন। এতে জয়ী হয়েছিলেন ২২ জন। সে হিসেবে গতবারের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ বেড়েছে ৪১ দশমিক ১৮ শতাংশ। নারীদের অংশগ্রহণ বাড়লেও সংসদে পুরুষদের চেয়ে অনেক পিছিয়ে নারীরা।
নির্বাচনে শিল্পী মমতাজ বেগম, মেহের আফরোজ চুমকি ও সানজিদা খানমের মতো হেভিওয়েট নারী প্রার্থীরা পরাজিত হয়েছেন। তাদের বাহিরে নির্বাচনে ৭৭ জন নারী পরাজিত হয়েছেন। তবে শতকরায় হিসাব করলে দেখা যাবে, পুরুষদের চেয়ে নারীদের জয়ের হার বেশি।
প্রত্যেক সংসদে সংরক্ষিত আসনে ৫০ জন নারী প্রতিনিধিত্ব করার সুযোগ পান। তবে জনগণের ভোটে এর অর্ধেক নারীও কোনো সংসদে যেতে পারেননি। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় নির্বাচনে ৩৯ জন নারী নির্বাচনে অংশ নেয়। যাদের মধ্যে পাঁচজন জয়ী হয়ে সংসদে যান। ষষ্ঠ জাতীয় নির্বাচনে ৩৬ নারী প্রার্থীর আটজন, সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ৩৮ নারী প্রার্থীর ছয়জন, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ নারীর মধ্যে ১৯ জন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯ নারী প্রার্থীর ১৮ জন নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৯ জন নারী প্রার্থী হয়েছিলেন। যাদের মধ্যে রেকর্ড ২২ জন সরাসরি নির্বাচিত হয়ে সংসদে যান।
দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী নারীদের তালিকা
আওয়ামী লীগ: (রংপুর-৬) শিরীন শারমিন চৌধুরী, (গাইবান্ধা-৩) উম্মে কুলসুম স্মৃতি, (বগুড়া-১) সাহাদারা মান্নান, (সিরাজগঞ্জ-২) জান্নাত আরা হেনরি, (বাগেরহাট-৩) হাবিবুন নাহার, (বরগুনা-২) সুলতানা নাদিরা, (শেরপুর-২) মতিয়া চৌধুরী, (কিশোরগঞ্জ-১) সৈয়দা জাকিয়া নূর, (মুন্সীগঞ্জ-২) সাগুফতা ইয়াসমিন এমিলি, (গাজীপুর-৩) রুমানা আলী, (গাজীপুর-৪) সিমিন হোসেন রিমি, (গোপালগঞ্জ-৩) শেখ হাসিনা, (চাঁদপুর-৩) দীপু মনি, (চট্টগ্রাম-২) খাদিজাতুল আনোয়ার এবং (কক্সবাজার-৪) আসনে শাহীন আক্তার।
এর বাইরে ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে প্রায় এক হজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। আসনটির একটি কেন্দ্রের ভোট স্থগিত থাকায় ফলাফল ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে ১৩ জনুয়ারি ভোট হবে।
স্বতন্ত্র: (গাইবান্ধা-১) আব্দুল্লাহ নাহিদ নিগার, (মাদারীপুর-৩) মোসা. তাহমিনা বেগম, (সুনামগঞ্জ-২) জয়া সেনগুপ্তা ও (হবিগঞ্জ-১) আসনে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী জয়ী হয়েছেন।





