চলতি সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। জানা গেছে, প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন এ অভিনেতা। এখন তিনি সেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
জহিদ হাসানের পরিবারের এক ঘনিষ্ঠজনের সঙ্গে কথা বলে জানা যায়, অ্যাজমার সমস্যা প্রকট হওয়ায় কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও একটি সূত্র জানিয়েছে, শীতের কারণে এ অভিনেতা বেশ বিপাকে পড়েছিলেন। এতে তার অ্যাজমার সমস্যা বেড়ে যায়। শুরু হয় শ্বাসকষ্ট। এর পরপরই তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে জাহিদ হাসানের দেখাশোনা করছেন তার স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও দুই সন্তান।