হারে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন
বিদায়ী বছরটা ভালো ভাবে শেষ করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথমবার এশিয়া কাপে ট্রফি নিয়ে দেশে ফিরেছিল তারা। তবে নতুন বছরের শুরুটা মোটেই ভালো হলো না টাইগার যুবাদের। ভারতের কাছে ৮৪ রানে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ।
শনিবার (২০ জানুয়ারি) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে ছিল জুনিয়র টাইগাররা। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ২৫২ রানের লক্ষ্য দেয় ভারত। জবাব দিতে নেমে মাত্র ১৬৭ রানেই গুটিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। এতে ৮৪ রানের জয় দিয়ে বিশ্বকাপে শুভসূচনা করল ভারত।
দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে ২৫২ রানের জবাব দিতে নেমে দেখেশুনেই শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার। কিন্তু দলীয় ৩৮ রানে ফর্মহীন থাকা জিসান আলম (১৪) বিদায় নিতেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। তিন নম্বরের মতো গুরুত্বপূর্ণ পজিশেন ব্যাটিংয়ে নেমে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান রানের খাতা না খুলেই আউট হন। এরই ধারবাহিকতায় ৫০ রানে টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ।
পঞ্চম উইকেটে আরিফুল ইসলাম ও মোহাম্মদ শিহাব জেমস মিলে ৭৭ রানের জুটি গড়লেও জেতার জন্য যথেষ্ট ছিল না। আরিফুল ৭১ বলে ৪১ রান করে আউট হওয়ার পর হারটা কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। সঙ্গীকে হারিয়ে হাত খুলে খেলতে গিয়ে আউট হন একমাত্র হাফ সেঞ্চুরিয়ান শিহাব। ৭৭ বলে ৭ চারে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি।
শেষের দিকে লেজের ব্যাটাররাও ব্যর্থ হলে ৪৫.৫ ওভারে বাংলাদেশ দলের ইনিংস শেষ হয় ১৬৭ রানে।
ভারতের সৌমি পান্ডে ২৪ রান খরচায় সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন। এছাড়া মুশির খান নেন দুটি উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের নেমে ভারত শুরুতে চাপে পড়লেও ঘুরে দাঁড়ায়। শুরুতে ৩১ রানে টপ অর্ডারে দুই ব্যাটারকে হারালেও আড়াইশ পেরোতে বেগ পেতে হয়নি যুব বিশ্বকাপের রেকর্ড চ্যাম্পিয়নরা। তবে তৃতীয় উইকেটে আদর্শ ও উদয় মিলে ১১৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। ৭৬ রানের ইনিংস খেলেন আদর্শ ।
এরপর অধিনায়ক উদয় দায়িত্ব নিয়েই ব্যাটিং করছিলেন। কিন্তু বাংলাদেশের অধিনায়ক মাহফুজুরের দারুণ এক ডেলিভারিতে ৬৪ রানে আউট হন তিনি। এরপর প্রিয়াংশু মলিয়া (২৩), আরভেলি অবিনেশ (২৩) ও শচীন দাসের (২৬) অবদানে ভারতের ইনিংস থামে ২৫১ রানে।
বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফ তার ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। তার আগুন বোলিংয়ের সামেনেই মূলত খেই হারায় ভারত। ৮ ওভারে ৪৩ রান খরচায় তার শিকার ৫ উইকেট। এছাড়া চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও মাহফুজুর একটি করে উইকেট নিয়েছেন।





