নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টি-টোয়েন্টি জয় হয়েছে প্রথম ম্যাচেই। এবার সিরিজ জিতে আরেকটি ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের।
মাউন্ট মুঙ্গানুইতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ আর নিউজিল্যান্ড। সিরিজ জয়ের মিশনে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবারও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ নিউজিল্যান্ডে প্রথমে ব্যাট করবে।
নেপিয়ারে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের ১৩৪ রানে আটকে দিয়ে ৫ উইকেটের জয় পেয়েছিল টাইগাররা।





