নতুন দল হিসেবে কর্মকাণ্ডে ইউরোপীয় ইউনিয়ন তৃণমূল বিএনপির ওপর সন্তুষ্ট বলে দাবি করেছেন দলটির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আমাদের সঙ্গে বৈঠক করেছে। আমাদের তৃণমূল বিএনপি নতুন দল হিসেবে সারা দেশে ৫০৫টি মনোনয়নপত্র বিক্রি এবং ২৮০টি মনোনয়নপত্র দাখিল করায় ইউরোপীয় ইউনিয়ন আমাদের দলের ওপর সন্তুষ্টি প্রকাশ করেছে।’
গতকাল শুক্রবার বিকেলে তারাব পৌরসভার রূপসী খন্দকার বাড়ি এলাকায় তৃণমূল বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলোচনাসভায় এসব কথা বলেন তৃণমূল বিএনপি মহাসচিব। তিনি আরও বলেন, ‘আমি রূপগঞ্জের মানুষকে গ্যাস এনে দিয়েছি। আমি রূপগঞ্জের মানুষকে চাকরি দিয়ে জেল খেটেছি। রূপগঞ্জের মানুষ একটি পরিবারের কাছে জিম্মি হয়ে পড়েছে। আমি এমপি নির্বাচিত হলে আমার পিএস, এপিএস থাকবে না।’





