নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামীকাল মঙ্গলবার রংপুরের পীরগঞ্জ যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গতকাল এ তথ্য জানিয়েছেন।
বিপ্লব বড়ুয়া জানান, শেখ হাসিনা বিমানযোগে রংপুর যাবেন। সেখান থেকে যাবেন শ্বশুরবাড়ি পীরগঞ্জে। বিকালে পীরগঞ্জে (রংপুর-৬) নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।
আগামী ২৮ ডিসেম্বর ঢাকা থেকে ভার্চুয়ালি ছয় জেলায় জনসভা করবেন শেখ হাসিনা। আর নির্বাচনী জনসভায় যোগ দিতে ২৯ ডিসেম্বর সড়কপথে বরিশালে যাবেন তিনি। ওই দিন সেখান থেকে তিনি যাবেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। পরদিন সকালে নিজ নির্বাচনী আসনে (গোপালগঞ্জ-৩) জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি। একই দিন মাদারীপুরের কালকিনিতে জনসভা শেষে সড়কপথেই ঢাকা ফিরবেন শেখ হাসিনা।
দৈনিক আমাদের সময়ের রংপুর ব্যুরো জানান, মঙ্গলবার সকাল ১০টায় প্রথমে রংপুরের তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী পথসভা করবেন শেখ হাসিনা।
শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এর আগে গত ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে জনসভা করেন প্রধানমন্ত্রী।





