আবারও হাসপাতালে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। এবার সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন ছোটপর্দার এই অভিনেত্রী।
সোমবার সকালে নিজ বাসায় এই দুর্ঘটনার শিকার হন ঊর্মিলা। বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন ইউনিভার্সেল হাসপাতালের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস অফিসার সি এফ জামান।
এই চিকিৎসক জানিয়েছেন, ‘ঊর্মিলা আপাতত পর্যবেক্ষণে আছেন। ১২ ঘণ্টা পর বলা যাবে কবে বা কখন তিনি বাসায় ফিরতে পারবেন। তার সিটি স্ক্যান করা হয়েছে। সেটির রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে আঘাত কতটা গুরুতর।’
এর আগে চলতি বছরের মার্চে হৃদযন্ত্রের সমস্যার কারণে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছিল অভিনেত্রী ঊর্মিলাকে। কয়েক মাস না যেতে আবারও তিনি হাসপাতালে। নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ঊর্মিলা।