প্রধানমন্ত্রীর আগমনে উৎসবের সাজে সিলেট নগর
খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। যেদিন আসবেন- শুনবেন সিলেটবাসীর কথা, সেদিন হয়তো প্রধানমন্ত্রীর কাছ থেকে সিলেটবাসী পাবেনও অনেক কিছু।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতীক বরাদ্দের পর পরই প্রধানমন্ত্রীর সিলেট সফরের সম্ভাবনা রয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম সিলেট থেকেই শুরু করা হবে। নির্দিষ্ট দিনে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ মনে করছেন- সিলেটের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের মধ্য দিয়ে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর মধ্যে নতুন করে বড় ধরনের উদ্দীপনা তৈরি হবে। অভ্যন্তরীণ বিভেদ ভুলে সিলেটজুড়ে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে দৃঢ়ভাবে কাজ করবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন রূপে সাজছে সিলেট মহানগর। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে রং করানো হচ্ছে সড়কের ডিভাইডারে। সংস্কারকাজ হচ্ছে সড়কে। এছাড়া অপসারণ করা হচ্ছে সড়কের দুপাশের জঞ্জাল।
সিসিক’র প্রধান নির্বাহী প্রকৌশলী বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মহানগরের আম্বরখানা থেকে সার্কিট হাউস পর্যন্ত সড়কে কার্পেটিং করা হচ্ছে। সড়কের ডিভাইডারের গার্ড ওয়াল ও গ্রিলে রং করানো হচ্ছে। এছাড়া সাফ করা হচ্ছে সড়কের জঞ্জাল অর্থাৎ- ব্যানার ফেস্টুন।’
উল্লেখ্য, সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত ৭ নভেম্বর সিলেটের বালাগঞ্জের বড়ভাঙা নদীর উপর নির্মিতব্য দুটি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম নির্বাচনী জনসভা সিলেটে অনুষ্ঠিত হবে। এই সমাবেশে সবাই দলে দলে যোগদান করবেন।
এর আগে গত ২ সেপ্টেম্বর সিলেট সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে বিরূপ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর সেই সফর স্থগিত করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১৮ সালের ২২ ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত জনসভায় ভাষণ দিয়েছিলেন।