সমঝোতা ছাড়াই শেষ হলো আওয়ামী লীগ ও জাপার বৈঠক
আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) বৈঠক। শুক্রবার রাতে জাতীয় সংসদ ভবনে বৈঠকটি হয়।
বৈঠকে আওয়ামী লীগের পক্ষে ছিলেন ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদ, বাহাউদ্দিন নাছিম ও মির্জা আজম। আর জাতীয় পার্টির পক্ষে ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুল হক চুন্নু। দুই দলের মধ্যে আসন ভাগাভাগির বিষয়টি বৈঠকে স্থান পায় জানা গেছে।
এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টির সঙ্গে আবারও বসব। সেখানেই ফাইনাল সিদ্ধান্ত হবে।
তিনি আরো বলেন, আমাদের মধ্যে অনেক ধরনের কথাবার্তা হয়েছে। কিছু জটিলতা রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানানো হবে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, আমি বৈঠকে অল্প সময় ছিলাম। পরে চলে আসছি। সিদ্ধান্ত হবে পরে।
বৈঠক নিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের আসন বণ্টনের ফাইনাল হয়নি। শনিবার বলতে পারব।
এর আগে, সকালে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৪ দলের শরিকদের ৭টির বেশি আসন ছাড় দেয়া সম্ভব নয়। শরিক দলের কাউকে বিজয়ের গ্যারান্টি দেয়া হবে না। প্রতিদ্বন্দ্বিতা ও জনপ্রিয়তার মাধ্যমে বিজয় অর্জন করতে হবে।





